আঁধারটাকে বড্ড বলি একটু আলো হতে,
চাঁদ মামাটা দিক না আলো আমার সহজ পাঠে।
সূর্য রঙে আঁকুক ছবি একটা জোনাক পোকা,
ঝিঝি পোকার কণ্ঠে উঠুক কুহু কুহু কেকা।
বুলবুলিটা মিষ্টি করে তুলুক দুটো চোখ,
শিউলী তলায় পাতবে আঁচল মেঘ-বৃষ্টি-রোদ।
গোমড়া মুখে স্বপ্ন আসুক দিনের বেলার ঘুমে
নিঝুম রাতে নিয়ন বাতি জলুক সলতে টেনে।
হোক না একটু অদল বদল রাত হয়ে যায় দিন
বন্ধ দুয়ার খুলুক না আজ সব হয়ে যাক ভিন।