বন্ধুরা, বাংলাদেশের একটি সংবিধান রয়েছে। যে সংবিধানের মাধ্যমেই পরিচালিত হচ্ছে আমাদের দেশ।
প্রধমে প্রশ্নগুলো পড়ে উত্তর খোঁজার চেষ্টা করো
০১. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
০২. বাংলাদেশের সরকার পদ্ধতি রূপ কি?
০৩. বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
০৪. সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে?
০৫. সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কে?
এবার জেনে নাও উত্তর
০১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
০২. সংসদীয় গণতন্ত্র
০৩. এককেন্দ্রীক রাষ্ট্র
০৪. ২১ টি অঞ্চলে (পুরাতন প্রত্যেকটি জেলা)
০৫. মন্ত্রী
সংগ্রহে : হাসিবুল হাসান আশিক
।