“মুক্তিযুদ্ধ জাদুঘর” মুক্তিযুদ্ধভিত্তিক দেশের প্রথম জাদুঘর। এটি ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত।
১৯৯৬ সালের ২২ মার্চ সেগুনবাগিচার একটি সাবেকী ভবন ভাড়া নিয়ে যথাযথ সংস্কার শেষে যাত্রা শুরু করে মুক্তিযুদ্ধ জাদুঘর।
মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে কাজ করছেন 8 জন ট্রাস্টি। বর্তমানে জাদুঘরের সীমিত পরিসরে প্রায় ১৪০০ স্মারক প্রদর্শিত হলেও সংগ্রহভাণ্ডারে জমা হয়েছে ১৫,০০০ এরও বেশি স্মারক।
১৯৯৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিরপুরে মুসলিম বাজার ও জল্লাদখানা বধ্যভূমি খননের কাজ সম্পন্ন করে এবং পরে (২০০৮ সালে) জল্লাদখানা বধ্যভূমিতে একটি স্মৃতিপীঠ নির্মাণ করে।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও মানবাধিকার বিষয়ক প্রদর্শনীর বিশেষ আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। এছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘরের রয়েছে গ্রন্থাগার ও তথ্য ভাণ্ডার এবং অডিও ভিজ্যুয়াল সেন্টার।
মুক্তিযুদ্ধের অনন্য এই চিহ্নগুলো দেখে আসতে পারো এখনই। জানতে পারবে আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি