টইটই
নাম তার টইটই
সারাদিন হইচই
মুখে তার ফোটে খই
খায় সে চিড়া-দই
রং দিয়ে আঁকে কই
পড়ে সে ছড়ার বই
সন্ধ্যা হলে ‘বাবা কই?’
রাতে বলে জেগে রই
আমি একটু ভূত হই
মা বলে, তাই সই। ।
হুতোম প্যাঁচা
এক যে ছিলো হুতোম প্যাঁচা
বসতো এসে গাছে
টইটই তখন গল্প শুনতে
বসে নানির কাছে।
নানি যখন গল্প বলে
টইটই তখন হাসে
হুতোম প্যাঁচা তাই দেখে
কান ঘুরিয়ে নাচে। ।
মাসিপিসি
ঘুমপাড়ানি মাসিপিসি
আসে যখন রাতে
টইটই তখন ঘুম তাড়িয়ে
গল্প করতে বসে।
গল্প কোরে ক্লান্ত হয়ে
মাসিপিসি কাঁদে
খুশি হয়ে টই তখন
খিলখিলিয়ে হাসে। ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২