ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রাগী পাখিদের খেলা!

হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১২
রাগী পাখিদের খেলা!

বন্ধুরা, তোমরা কি অ্যাংগ্রি বার্ডস গেমটির নাম শুনেছো? যারা গেম খেলতে ভালোবাসো তারা নিশ্চয় এর মধ্যে খেলে ফেলেছো। আর যারা খেলোনি, তারা ঝটপট শুরু করতে পারো দারুণ মজাদার এই গেমটি।



এখানে ছোট্ট ছোট্ট রাগী পাখিদের গুলতি দিয়ে ছুঁড়ে মারাই হবে তোমার কাজ! কেন জানো? কারণ, একদল দুষ্টু শূকরছানা তাদের সবার ডিম চুরি করে নিয়ে গেছে। পাখিরা তো সব রেগে আগুন! তোমার কাজ হবে, শূকরদের বাসা-বাড়ি তছনছ করে প্রতিশোধ নেওয়া। আর পাখিদের প্রাণপ্রিয় ডিমগুলো ফিরিয়ে দেওয়া।

লাল পাখি, নীল পাখি, হলুদ পাখিসহ কতো রংবেরঙের পাখি যে সেখানে তোমার জন্য অপেক্ষা করছে! শুধু তাই না, তাদের সবার আবার বিভিন্ন শক্তিও আছে! কেউ কেউ জোরে ছুটে শূকরদের বাড়িতে আঘাত করতে পারে, কেউ ফটাস করে ফেটে যেতে পারে, আবার কেউ ডিম ছুঁড়ে মেরে শাস্তি দিতে পারে শূকরদের!

তো আর দেরি কেন? এক্ষুণি ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে খেলা শুরু করো গেমটি। আর তোমার যদি অ্যান্ড্রোয়েড মোবাইল থাকে, তাহলে খেলতে পারবে মোবাইলেই। তবে মনে রেখো, গেমটির কিন্তু অনেকগুলো পর্ব আছে। যদি শুরুর দিকের পর্বগুলো না খেলে থাকো, তাহলে সেখান থেকে শুরু করাই ভালো। নইলে পরের পর্বগুলোতে দুষ্টু শূকরদের সামলানো একটু মুশকিল হয়ে যাবে বৈকি!

অ্যাংগ্রি বার্ডস গেমটির পাখি আর শূকরগুলোকে নিয়ে কিন্তু অনেক মজার মজার খেলনা, পুতুলও তৈরি হয়েছে। ঢাকার বিভিন্ন দোকানে খুঁজলেসেসব পেয়েও যাবে। তবে খবরদার, পাখিগুলোর মতো তুমিও রেগেমেগে কাউকে আঘাত করো না যেন!

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি,ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।