ছাতা ব্যবহার করলে আমাদের গায়ে রোদ লাগে না। গায়ে পড়ে না বৃষ্টির পানি।
হ্যাঁ, এর বিশেষ একটি কারণ আছে। সূর্যের আলোয় থাকে সাতটি রং। এগুলো হলো-বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। কলো কাপড়ের রয়েছে এ সাতটি রং শোষণ করার ক্ষমতা। অন্য কোনো রঙের কাপড় সূর্যের সব রং শোষণ করতে পারে না। কালো কাপড় সূর্যের সব রং শোষণ করে তাড়াতাড়ি গরম হয়ে ওঠে। সেই সঙ্গে শোষণ করা তাপ বাতাসে ছেড়েও দেয়।
এ কারণে আমাদের গায়ে সূর্যের তাপ কম লাগে। সূর্যের সব রং শোষণ করতে পারে বলেই ছাতায় লাগানো হয় কালো কাপড়।
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১২
সম্পাদনা: এসএ/ichchheghuri@banglanews24.com