ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বেশির ভাগ ছাতার রং কালো কেন?

ইমরুল ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১২
বেশির ভাগ ছাতার রং কালো কেন?

ছাতা ব্যবহার করলে আমাদের গায়ে রোদ লাগে না। গায়ে পড়ে না বৃষ্টির পানি।

ছাতার উপরের কাপড় আমাদের রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায়। কিন্তু আমরা দেখি বেশির ভাগ ছাতার কাপড়ের রং হয় কালো। এর বিশেষ কি কোনো কারণ আছে?

হ্যাঁ, এর বিশেষ একটি কারণ আছে। সূর্যের আলোয় থাকে সাতটি রং। এগুলো হলো-বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। কলো কাপড়ের রয়েছে এ সাতটি রং শোষণ করার ক্ষমতা। অন্য কোনো রঙের কাপড় সূর্যের সব রং শোষণ করতে পারে না। কালো কাপড় সূর্যের সব রং শোষণ করে তাড়াতাড়ি গরম হয়ে ওঠে। সেই সঙ্গে শোষণ করা তাপ বাতাসে ছেড়েও দেয়।

এ কারণে আমাদের গায়ে সূর্যের তাপ কম লাগে। সূর্যের সব রং শোষণ করতে পারে বলেই ছাতায় লাগানো হয় কালো কাপড়।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১২
সম্পাদনা: এসএ/ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।