একটা রাস্তার ধারে একটা ফুলের গাছ ছিলো। গাছের অনেক কষ্ট।
একদিন একটা ছোট্ট ছেলে সেই পথ দিয়ে যাচ্ছিল। ছেলেটির নাম আবীর। আবীর গাছের কাছে বসে। গাছের ফুলের গন্ধ তার খুব ভালো লাগে। সে গাছটিকে যতœ কোরে তুলে ওই রাস্তা ধরে চলতে শুরু করে। গাছটা খুব খুশি হয়।
তারপর আবীর তাকে নিজের বাসায় এনে একটা টবে লাগিয়ে নিজের পড়ার টেবিলের কাছে রাখে। প্রতিদিন নিজের পড়া শেষ কোরে আবীর গাছকে ছড়া শোনায়। গাছ খুব খুশি হয়। গাছের কষ্ট শেষ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
এসএ/ichchheghuri@banglanews24.com