মেলায়ে এসেছে লেখক সফিউল আযমের শিশু অধিকার নিয়ে গবেষণা গ্রন্থ ‘শিশু অধিকার ও আমাদের দায়বদ্ধতা’।
শিশুরা সমাজের সবচেয়ে দূর্বল অংশ।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, সমাজের শক্ত অবস্থানে আসীনদের দ্বারা শিশু অধিকার বেশি লঙ্ঘিত হয়। ফলে সাধারণ লোকের পক্ষে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া বা এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা প্রায় ক্ষেত্রেই হয়ে পড়ে অসম্ভব।
শিশুরা কোমল ও দূর্বল। তাদের কোনো অসঙ্গতি দূরে হটাবার বুদ্ধি বা ক্ষমতা থাকে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অনেক ক্ষেত্রে মনের অজান্তেই নির্যাতনের কবলে পড়ে শিশুরা। শিশুরা যে নির্যাতিত হচ্ছে তা অনেকেই বুঝতে পারে না। যিনি নির্যাতন করেন তিনিও বুঝতে পারেন না, তিনি যা করছেন তা শিশুদের নির্যাতনের আওতায় পড়ে। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে লেখকের বিভিন্ন প্রবন্ধ জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।
বইটি মূলত পত্রিকায় প্রকাশিত প্রবন্ধের সংকলন। বইটি পড়লে শিশুদের যেসব অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়, সেসব বিষয়ে একটা ধারণা তৈরি হবে।
বইটি প্রকাম করেছে অন্যধারা প্রকাশন। পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০৫ নম্বর স্টলে। দাম ১২৮ টাকা।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি, ১৭, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর