ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেলায় এলো কিশোর উপন্যাস ‘আমাদের ক্লাস ক্যাপটেন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
মেলায় এলো কিশোর উপন্যাস ‘আমাদের ক্লাস ক্যাপটেন’

একুশে বইমেলায় এলো তানজিল রিমনের কিশোর উপন্যাস ‘আমাদের ক্লাস ক্যাপটেন’।

উপন্যাসটিতে যেমন রয়েছে অ্যাডভেঞ্চার, তেমনি রয়েছে খুদে একদল ছেলের দুরন্তপনা।



মফস্বল শহর হলেও স্কুলের ক্যাপটেন্সি নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। কেননা পুরো জেলায় কেবল ওদের স্কুলেই ক্যাপটেনদের ব্যাপক আয়োজনে ক্যাপ ও ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এছাড়াও ক্যাপটেনের একটা প্রভাব রয়েছে স্কুল জুড়ে। রাতু, ফালু, সুজন, রাহু, শাহেদ ক্লাস সেভেনে পড়ে। একজন বাদে ওদের মাঝেও চলে এই লড়াই।

বড়দের চমকে দেওয়ার জন্য ওদের দারুণ একটা পরিকল্পনা আছে। কিন্তু ছোট হওয়ায় সাহস পাচ্ছে না তারা।

তারপরও পরিকল্পনা অনুযায়ীই সামনে এগিয়ে যায়। এরই মধ্যে কয়েকটি ঘটনা ঘটে যায়। রাতু পা ভেঙে একদম বিছানায়। ক্লাসে আসে একজন নতুন ছাত্র। বস্তা স্যার স্কুলের বাইরে অথচ ফালু আর স্কুলে আসে না। হঠাৎ উধাও হয়ে যায় চশমা শাহেদ। নাই তো নাই। চারদিকে ছেলেধরার কথা শোনা যাচ্ছে। রাতের আঁধারে ওরা বেরিয়ে পড়ে শাহেদকে খুঁজতে। পেয়ে যায় ছেলে ধরার সন্ধান। ওদের পিছু পিছু ভুতুড়ে জঙ্গলে, যেখানে দিনের বেলায়ও কেউ যায় না। এরপর নানা কাহিনী।

এভাবেই এগিয়ে গেছে কিশোর উপন্যাস ‘আমাদের ক্লাস ক্যাপটেন’।

তানজিল রিমন এ কিশোর উপন্যাসটির চমৎকার প্রচ্ছদ এঁকেছেন মানবেন্দ্র গোলদার। বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। মূল্য ১০০টাকা। বইটি পাওয়া যাচ্ছে মেলার ১০৩ নম্বর স্টলে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।