নীলফামারী: জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৩-এর জেলা পর্যায়ের অনুষ্ঠান শেষ হয়েছে।
শুক্রবার বিকেলে ৫২টি ইভেন্টের এ অনুষ্ঠান শেষ হয়।
নীলফামারী শিশু একাডেমী মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহসান রহিম মঞ্জিল, নীলফামারী শিশু একাডেমী পরিচালনা কমিটির সদস্য আরিফুজ্জামান আরিফ বক্তব্য রাখেন সমাপনী অনুষ্ঠানে।
সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ক্রীড়াসহ ৫২টি ইভেন্টে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি ইভেন্টে ৬জন করে প্রতিযোগী অংশ নেয় বলে জানান শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
নুর আলম/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর