ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এসো রকেট বানাই

তানজিল হুদা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৩
এসো রকেট বানাই

বন্ধুরা, তোমরা কি জান, আমাদের আশেপাশে যে অপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে তা থেকে অনেক সুন্দর সুন্দর খেলনা বা ঘর সাজানোর তৈরি করা যায়? অপ্রয়োজনীয় জিনিস দিয়ে নজরকাড়া নানা খেলনা তৈরি করে তুমিও তাক লাগিয়ে দিতে পারো তোমার বন্ধুদের।

তোমরা নিশ্চয় আকাশে রকেট উড়তে দেখেছো।

কিন্তু তোমরা কি কেউ রকেট বানাতে পারো? কি পারো না? তবে চলো আজ আমরা রকেট বানাই।

এখন আমরা দেখে নেই রকেট বানাতে কি কি লাগবে।

১. বাদ দেওয়া টিস্যু পেপারের রোল
২. টিস্যু পেপার (লাল বা বেগুনী হলে ভালো হয়)
৩. আইকা আঠা
৪. রঙিন কাগজ
৫. রং ও ব্রাশ
৬. কাঁচি
৭. অ্যালুমিনিয়ামের ফয়েল (এর পরিবর্তে চিকচিকে কাগজ ব্যবহার করতে পারো অথবা বিস্কুট বা ৠাপিং পেপার থেকে কেটে নিতে পারো)

উপকরণ রেডি। চলো এখন তাহলে বানিয়ে ফেলি রকেট।


ধাপ ১: টিস্যু পেপারের রোলটিকে রং করে ফেলি



ধাপ ২: রঙিন টিস্যু পেপারগুলোকে এইভাবে কাটি

ধাপ ৩: অ্যালুমিনিয়ামের ফয়েলগুলো লম্বা করে কাটি

ধাপ ৪: রঙিন পেপারটি রোলের মাপ অনুযায়ী গোল করে এইভাবে কাঁচি দিয়ে কেটে ফেলি

ধাপ ৫: কাগজটিকে কেটে চিত্র অনুযায়ী ক্যাপ তৈরি করি।


ধাপ ৬: ক্যাপটিতে আঠা লাগিয়ে রোলটির ওপর কয়েক মিনিট চেপে রাখি  

ধাপ ৭: এবার রোলে চিত্র অনুযায়ী চিকচিকে কাগজ ও টিস্যু পেপার লাগিয়ে ফেলি।

এখন দেখো তৈরি হয়ে গেল তোমার রকেট। তুমি তোমার বন্ধুদের এই রকেটটি দেখিয়ে তাক লাগিয়ে দাও। তাদেরও বিভিন্ন ফেলনা জিনিস থেকে খেলনা বা ঘর সাজানো নানা জিনিস তৈরি করতে উদ্বুদ্ধ করো।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি-ichchhehguri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।