স্বাধীন দেশে জন্ম আমার
স্বাধীনভাবে চলি
স্বাধীন দেশে লেখাপড়া
স্বাধীন কথা বলি।
শক্ররা সব হার মেনেছে
লুকিয়ে ঘরের কোণে
বীর বাঙালির জয় হয়েছে
আশার জাল বুনে।
রক্ত দিয়ে গেছেন যারা
দেশ ও দশের তরে
তাদের ইতিহাস পড়লে মোদের
গর্বে বুক ভরে।
ওরে তোরা আয়রে সবে
সবাই ঐক্য গড়ি
লাল সবুজ পতাকাটাকে
মাথায় তুলে ধরি।
রাজধানীতে সন্তান সাথে
দাঁড়িয়ে আছে মাতা
শহীদ মিনার হয়ে আজ
বলছে স্মৃতি কথা।
একাত্তরের চেতনায়
উঁচু রাখো শির
মুক্তি যোদ্ধার সন্তানেরা
সবাই মোরা বীর।
নীল আকাশে ওড়ে সদা
লাল সবুজ পতাকা
প্রাণের চেয়েও প্রিয় আমার
বাংলার স্বাধীনতা।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৩
এসএ-ichchheghuri@banglanews24.com