ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছোটবেলার গল্প শোনাই

মীম নোশিন নাওয়াল খান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মে ১৭, ২০১৩
ছোটবেলার গল্প শোনাই

ছোটবেলার গল্প শোনাই
আজ তোমায় এসো,
আমার পাশে ঠিক এখানে
চুপটি করে বোসো।

ছোটবেলায় দুরন্ত ছিলাম,
দুষ্টু ছিলাম ভারি,
পাখি মারতাম, গাছে চড়ে
ফল করতাম চুরি।



গুটি পায়ে হেঁটেছি প্রথম
বাবার হাত ধরে,
নববর্ষে মেলায় যেতাম
বাবার কাঁধে চড়ে।

কিন্তু হঠাৎ হলো কী যে
যুদ্ধ-গোলাগুলি,
বাবা কোথায় চলে গেল,
আমায় গেল ভুলি।

আর কোনোদিন ফিরে এলো না,
বাবা গেল মোর হারিয়ে,
তোমার নানাভাই শহিদ মুক্তিযোদ্ধা
বলছি না মা বাড়িয়ে।

কথাগুলো বলতে শাড়ির আঁচলে
চোখ মুছছেন মা,
শপথ নিলাম আজ নানাভাই তোমাদের
অসম্মান হতে দেব না।

লেখক: মীম নোশিন নাওয়াল খান, সপ্তম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৩
এএ-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।