বন্ধুরা, বাবার কাছ থেকে তো সবসময়ই উপহার পাও। কিন্তু উপহার পাওয়ার যেমন আনন্দ আছে, তেমন আনন্দ পাওয়া যায় উপহার দেয়াতেও।
রোববার বাবা দিবসে বাবাকে বিশেষ কিছু উপহার দিয়ে চমকে দিতে পারো তুমিও। বাবাকে ভালোবেসে দিতে পারো বাবার শখের জিনিস, প্রিয় খাবার, প্রিয় রঙের জিনিস, পাঞ্জাবি, সুন্দর ফ্রেমের চশমা, হাতঘড়ি, অফিস ব্যাগ, শোপিছ, ফটোফ্রেম বাবার প্রিয় ছাতা, বেশি বয়স্ক বাবার জন্য লাঠি অথবা পড়তে পছন্দ করলে প্রিয় একগাদা বই।
এছাড়া দিতে পারো- কলমদানি, কফিমগ, বিশেষ রঙের টাই, জুতো, আরামদায়ক টি-শার্ট, লুঙ্গি ও গামছা, সুগন্ধি, ম্যানিবাগ, সুন্দর কলম, ডায়েরি প্রভৃতি।
তো বন্ধুরা, সারা বছরের জমানো টাকা থেকে সামান্য কিছু ব্যয় করে বাবার জন্য কিন ফেলো না একটা উপহার। চমকে দিয়ে খুশি করে দাও তোমার প্রিয় বাবাকে।
প্রশ্নোত্তরে বাবা দিবস
বাবা দিবস কবে?
জুন মাসের তৃতীয় রোববার।
বাবা দিবস প্রথম পালিত হয় কবে এবং কোন শহরে?
১৯১০ সালে। ওয়াশিংটনের স্পোকান শহরে।
বাবা দিবস পালনের প্রবক্তার নাম কি?
সোনোরা লুইস ডড।
পৃথিবীর কয়টি দেশে বাবা দিবস পালিত হয়?
বর্তমানে বিশ্বের প্রায় ৮৭টি দেশ দিবসটি পালন করে।
কোন কোন দেশ জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস পালন করে?
বাংলাদেশ, অ্যান্টিগুয়া, বাহামা, বুলগেরিয়া, কানাডা, চিলি, কলাম্বিয়া, কোস্টারিকা, কিউবা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, গ্রিস, গায়ানা, হংকং, ভারত, আয়ারল্যান্ড, জ্যামাইকা, জাপান, মালয়েশিয়া, মাল্টা, মরিশাস, মেক্সিকো, নেদারল্যান্ড, পাকিস্তান, পানামা, প্যারাগুয়ে, পেরু, ফিলিপাইন, পুয়ের্টো রিকো, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, ইংল্যান্ড, আমেরিকা, ভেনিজুয়েলা ও জিম্বাবুয়ে।
সব দেশই কি একদিনে দিবসটি পালন করে?
না। সব দেশ একই দিনে বাবা দিবস পালন করে না। বরং বেশির ভাগ দেশের ভিন্ন ভিন্ন দিনে পালন করে।
আর কোন কোন দেশ কবে বাবা দিবস পালন করে?
ইরান বাবা দিবস পালন করে ১৪ মার্চ।
বলিভিয়া, ইতালি, হন্ডুরাস, পর্তুগাল ও স্পেন বাবা দিবস পালন করে ১৯ মার্চ।
দক্ষিণ কোরিয়া বাবা দিবস পালন করে ৮ মে।
জুন মাসের প্রথম রোববার বাবা দিবস পালন করে লিথুনিয়া।
ডেনমার্ক বাবা দিবস পালন করে ৫ জুন ।
জুনের দ্বিতীয় রোববার বাবা দিবস পালন করে অস্ট্রিয়া, ইকুয়েডর ও বেলজিয়াম।
গুয়েতেমালা ও এল সালভেদর বাবা দিবস পালন করে ১৭ জুন।
নিকারাগুয়া, পোল্যান্ড ও উগান্ডা বাবা দিবস পালন করে ২৩ জুন।
উরুগুয়ে বাবা দিবস পালন করে জুলাই মাসের দ্বিতীয় রোববার।
ডমিনিকান রিপাবলিক বাবা দিবস পালন করে জুলাই মাসের শেষ রোববার।
দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিল বাবা দিবস পালন করে আগস্ট মাসের দ্বিতীয় রোববার।
তাইওয়ান ও চীন বাবা দিবস পালন করে ৮ আগস্ট।
ফুটবল প্রিয় দেশ আর্জেটিনা বাবা দিবস পালন করে ২৪ আগস্ট।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বাবা দিবস পালন করে সেপ্টেম্বরের প্রথম রোববার।
হিমালয় কন্যা নেপাল বাবা দিবস পালন করে একই মাসের পূর্ণিমায় ।
পশ্চিম ইউরোপের দেশ লুক্সেমবার্গ বাবা দিবস পালন করে ৫ অক্টোবর।
এস্তোনিয়া, ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইডেন বাবা দিবস পালন করে অক্টোবরের দ্বিতীয় রোববার।
থাইল্যান্ড বাবা দিবস পালন করে ৫ ডিসেম্বর।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি
মেইল-ichchheghuri@banglanews24.com