নড়াইল: বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর শিশু বিভাগ ‘ইচ্ছেঘুড়ি’র উদ্যোগে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে ইভটিজিং বিরোধী মানববন্ধন। সোমবার বেলা ১২টায় শহরের আদালত সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সময়ে দেশব্যাপি ইভটিজিং একটি সামাজিক ব্যাধী হিসেবে দেখা দিয়েছে। এ থেকে সমাজকে মুক্ত করতে হলে অভিভাকসহ ছাত্র-ছাত্রীদের সচেতন হতে হবে। ’
তিনি আরও বলেন, ‘আইন করে ইভটিজিং বন্ধ করা সম্ভব নয়। এ জন্য চাই সবার সহযোগিতা। ’
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবীর টুকু, সাংবাদিক কার্ত্তিক দাস প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন ইভটিজিং বিরোধী মানববন্ধনের আয়োজনের জন্য বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে অভিনন্দন জানান।
বাংলাদশে সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০