ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছোটদের ‘মিনি বিশ্বকাপ’

শিরিন ফারহানা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
ছোটদের ‘মিনি বিশ্বকাপ’

নয়াদিল্লি: বিশ্বকাপের বাকি মাত্র ৬৬ দিন। তবে এর আগেই শুরু হচ্ছে ছোটদের ‘মিনি বিশ্বকাপ’।

ক্রিকেটের মাধ্যমে ছোটদের বিশ্বকাপে খেলার স্বাদ দিতেই এই আয়োজন। আয়োজক আইসিসি, ইউএনএআইডি, ইউনিসেফ ও গ্লোবাল মিডিয়া।

১৪ ডিসেম্বর ভারতে শুরু হয়েছে ছোটদের এই বিশ্বকাপের চারদিনব্যাপি টুর্নামেন্ট। মুম্বাই, নাগপুর, মহালি, কলকাতা, আহমেদাবাদ, দিল্লি, চেন্নাই ও বেঙ্গালুর শহরের স্কুলগুলোতে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের ম্যাচগুলো।

ভারতের পর শ্রীলঙ্কা আর বাংলাদেশেও বসবে এই বিশ্বকাপের আসর।

ক্রিকেটের পাশাপাশি শিশুদের মাঝে এইচআইভি (এইডস) সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা তৈরিও এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছে আয়োজকরা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।