ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বকুল গাছের পাখি

মীম নোশিন নাওয়াল খান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুলাই ১, ২০১৩
বকুল গাছের পাখি

পাতার ফাঁকে টুনটুনিটা
তখন থেকে গুনগুনিয়ে,
নেচে নেচে খুশি মনে
যাচ্ছে আমায় গান শুনিয়ে।

শালিক, টিয়ে, কোকিল, ফিঙে
মিষ্টি সে সুর শুনে
গান গাইবার সাধ জাগল
বুঝি তাদের মনে।



জানালা ধরে বকুল গাছে
উড়ে সবাই এসে,
সব’কটা ডালপালাতে
ছড়িয়ে যায় শেষে।

গান ধরল সবাই মিলে,
মধু ঢালা সুরে,
সেই স্বরে আর যায় না থাকা
ইট-পাথরের ঘরে।

বকুল গাছে পাখির গানে
কলকাকলির সুরে,
মনটা হারায় পাখির দেশে,
দূর থেকে দূর-দূরে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৩
এএ-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।