ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মীম নোশিন নাওয়াল খান-এর ছড়া

খুকির হাসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৩
খুকির হাসি

ফেলছে খুকি চোখের জল,
চাই তার অনেক ফল।
কলা, পেঁপে, আপেল;
আরো চাই কদবেল।


 
আম-জাম-কাঁঠাল,
একখানা মিষ্টি তাল।
আনারস, বেদানা,
আঙুর ছাড়া হবে না।

অবশেষে মামা গিয়ে
ফল এনে দিলে,
খুকি তার ঠোঁটের কোণে
ধরলো হাসি মেলে।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৩
এএ- ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।