ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একটা তারার কথা

আবদুল হামিদ মাহবুব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
একটা তারার কথা

মাঝ রাতে কাল ঘুম ভাঙলে জানলা খুলে দেখি
দূর আকাশে তারার মেলায় একটি তারা এ কি!
জ্বলে নিভে ‘ফোকাস’ করে আমায় যেনো ডাকে
চোখটা আমার স্থির হয়ে, ঠিক ওই তারাতে থাকে।

মিষ্টি স্বরে তারা শুধায়; ‘এতো রাতে কেনো
আমার পানে চেয়ে আছ, আমায় তুমি চেনো ?
একটা বছর আগে আমি তারার রাজ্যে আসি
তোমরা কেউ নেই তো কাছে চোখের জলে ভাসি।



নিষাদ-নিনিত দুইটা খোকা এতো কি আর বোঝে?
তাইতো দেখি ওই বোকারা (!) আমায় আজও খোঁজে!
তোমার কাছে দিচ্ছি বলে মন খারাপের কথা
গো-আযমের হয়নি ফাঁসি! পেলাম বড় ব্যথা।
এবার আমার নামটা বলি কানটা পেতে শুনো
তারার মাঝে আছি আমি, ভুল তাতে নেই কোনো।

তোমাদেরই লেখক ছিলাম, সবার কাছে প্রিয়
’হুমায়ুন’-এই নামের শেষে আহমেদ’টাও দিও।
আমার দেশের সব্বাইকে বড় ভালোবাসি
চিনলে এখন আমায় তুমি; এবার তবে আসি। ’

থতমত খেলাম আমি অবাক কাণ্ড দেখে
একটা তারার কীর্তি কথা এই জানালাম লিখে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
এএ-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।