নীলফামারী: ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা সোমবার নীলফামারী নতুন বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত বিতর্কে সদর উপজেলার ছয়টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিতার্কিকরা অংশ নেন।
‘পরীক্ষায় ভালো ফলের জন্য পরিবারের ভূমিকাই প্রধান’ বিষয় নিয়ে বিতর্কে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কচুয়া চৌরঙ্গি সেবা উচ্চ বিদ্যালয় রানার্স আপ নির্বাচিত হয়।
বিতর্ক অনুষ্ঠানে ব্র্যাক জেলা প্রতিনিধি রইস উদ্দিন, ব্র্যাক পেইস প্রকল্পের জেলা ব্যবস্থাপক শেফালী রানী সরকার এবং সেক্টর স্টেশালিস্ট শেফালী খাতুন উপস্থিত ছিলেন।
সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপভোগ করেন এ বিতর্ক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৩
নুর আলম/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর