ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

যে বইটি পড়তে পারো

মিষ্টি মেয়ে টুকটুকি

মীম নোশিন নাওয়াল খান, কন্ট্রিবিউটিং এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৩
মিষ্টি মেয়ে টুকটুকি

দুষ্টু ভূতের কন্যা হয়েছে। খুব মিষ্টি দেখতে।

কিন্তু সমস্যা একটাই। সে দেখতে অবিকল মানুষের মতো। ভূত সর্দার এলেন দলবল নিয়ে টুকটুকিকে দেখতে। কিন্তু যখন দেখলেন সে মানুষের মতো, তখন গেলেন ভীষণ ক্ষেপে। আর যায় কোথা! দুষ্টু ভূতকে হুকুম দিলেন, তার মেয়েকে নিয়ে ভূতরাজ্য ছেড়ে চলে যেতে।

দুষ্টু ভূত আর কী করে! সে তার মিষ্টি মেয়েকে নিয়ে যেদিকে দুচোখ যায় সেদিকেই চলতে লাগলো। এভাবে চলতে চলতে তারা এসে পৌঁছুলো ঢাকা শহরে। তারপর একটা পার্কে থাকতে শুরু করলো। এখানেই এক ঘটনার মাধ্যমে নামহীন ভূতকন্যার নাম হলো টুকটুকি। কিন্তু কীভাবে?

আরেকটা গল্প বলি। জনপ্রিয় একজন লেখক হোসায়েন আহমেদ। তার লেখা ভূত বিষয়ক বই ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। গল্প লেখার জন্য তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান। এবছরও তাই করলেন। পছন্দসই একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে চলে এলেন। আর সেখানে ঘটতে শুরু করল সব ভূতুড়ে কাণ্ডকারখানা। কেমন ছিল সেসব কাণ্ড? হোসায়েন আহমেদের কী হলো তারপর?

এসব প্রশ্নের উত্তর জানতে হলে তোমায় পড়তে হবে ‘মিষ্টি মেয়ে টুকটুকি’ বইটি।

গল্পটা খুব মজা লেগেছে নিশ্চই? বন্ধুরা, গল্প কিন্তু এই একটি নয়। এই বইয়ে তোমাদের জন্য গল্প রয়েছে মোট সাতটি। ভূতের গল্প ছাড়াও আছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণধর্মী গল্প। প্রতিটা গল্পই খুব সুন্দর।

বইয়ের গল্পগুলো হচ্ছে- কাঠের রাইফেল, একাত্তরের ডায়রি, হাত বাড়িয়ে দাও, ভূতের কবলে, মন ভালো নেই, ছবির মানুষ এবং মিষ্টি মেয়ে টুকটুকি।
 
ভূতের গল্পগুলো পড়ে যেমন মজা পাবে, তেমনি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগুলো তোমাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে আগ্রহী করে তুলবে। আর বইটা শেষ করে একবার হলেও তোমায় বলতেই হবে, বাহ! দারুণ তো!

তোমাদের জন্য চমৎকার এই বইটি লিখেছেন মিজানুর রহমান মিথুন। ছোটদের জন্য নিয়মিত লিখছেন তিনি। ২০১০ সালের একুশে বইমেলায় তিনি ‘ছোটদের মেলা সেরা বই’ পুরস্কার লাভ করেন।
‘মিষ্টি মেয়ে টুকটুকি’ বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৩
এএ/আরকে-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।