ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

বাদল

মো. মোসাদ্দেক হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, সেপ্টেম্বর ২, ২০১৩
বাদল

আকাশ হতে ঝরছে বাদল
সারা দিন ও রাত
টিনের চালের জল ছুঁয়ে চল
নিই ভিজিয়ে হাত।

সাদা জবার ভেজা দেহে
নামছে বেয়ে বাদল
মুগ্ধ রুপে থাকছি চেয়ে
বইছে বাতাস শীতল।



সবুজ রুপে মুগ্ধ ক্ষণে
ফুল ফোটা এক  বন
বিজলী আলোয় চমকে উঠি
তীব্র কী গর্জন!

দিনে-রাতে বাদল ঝরে,
ভিজে  কাঁঠাল বোঁটা
কদম ফুলের পাপড়ি বেয়ে
গড়ায় বাদল ফোঁটা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৩
মীম/এএ/এসআরএস-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।