আকাশ হতে ঝরছে বাদল
সারা দিন ও রাত
টিনের চালের জল ছুঁয়ে চল
নিই ভিজিয়ে হাত।
সাদা জবার ভেজা দেহে
নামছে বেয়ে বাদল
মুগ্ধ রুপে থাকছি চেয়ে
বইছে বাতাস শীতল।
সবুজ রুপে মুগ্ধ ক্ষণে
ফুল ফোটা এক বন
বিজলী আলোয় চমকে উঠি
তীব্র কী গর্জন!
দিনে-রাতে বাদল ঝরে,
ভিজে কাঁঠাল বোঁটা
কদম ফুলের পাপড়ি বেয়ে
গড়ায় বাদল ফোঁটা।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৩
মীম/এএ/এসআরএস-ichchheghuri@banglanews24.com।