ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মীম নোশিন নাওয়াল খান-এর ছড়া

ফুলের আড্ডা

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর, ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৩
ফুলের আড্ডা

কুঁড়ির কোল ছেড়ে গোলাপের পাপড়ি
ঘুম ঘুম চোখে বলে- ওমা! একী! বাপ রি!
গা তার ছুঁয়ে দিয়ে শিশিরের বিন্দু
ভালোবেসে কইছে- হবে নাকী বন্ধু?

ঠিক তার কোল ঘেঁষে চামেলির ডালটা,
সাদা থোকা চামেলি ছুঁয়ে দিল গালটা।
প্রাণে দোলা দিয়ে গেল বকুলের গন্ধ,
চাঁপা ডাল দোলে- তোলে নূপুরের ছন্দ।



রোদে পুড়ে জ্বর হয়ে অসুস্থ বেলি ফুল
কইল- ধুর বাবা! জীবন তো ভারী ভুল!
দুঃখের গান গায়- শিউলির মন ভার
জুঁই ফুল নেচে ওঠে- ভালো লাগে গান তার।

গোলাপ হেসে কয়- এই আছি ভালো বেশ
এভাবেই ভালো থেকে ভালো রাখি পরিবেশ।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৩
এএ/আরকে-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।