ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

শরৎ এলো মেঘের ভেলায়

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর, ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, সেপ্টেম্বর ১২, ২০১৩
শরৎ এলো মেঘের ভেলায়

শরৎ এলো নীল আকাশে সাদা মেঘের ভেলায়,
কাশবনেতে এলো শরৎ মাতাল হাওয়ার দোলায়।
শিউলি ফুলের চাদর পাতা ঘাস বিছানার গায়ে
খুকুমণির ছুটে চলা নূপুর বাজা পায়ে।



শরৎ এলো নীল নদীতে পাল তোলা সব নায়ে
রোদ ছড়িয়ে ঝিকিমিকি ঢেউ কন্যার গায়ে।
ভোরের বেলায় দূর কুয়াশা হালকা যেন ধোঁয়া
শরৎ এলো, আনলো সাথে ভালোবাসার ছোঁয়া।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৩
এএ/আরআইএস-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।