ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

গল্পে গল্পে অঙ্ক শিখি

ফুল ও পাখি

ইমরুল ইউসুফ, কন্ট্রিবিউটিং এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৩
ফুল ও পাখি

বড় একটি গাছ। সেই গাছের ডালে অনেক পাখি বসে আছে।

রং-বেরঙের পাখি। তারা একে অপরের সঙ্গে গল্প করছে। খুনসুঁটি করছে। এর মধ্য থেকে লাল রঙের পাখিটি বলল, এখানে আর ভালো লাগছে না। চলো আমরা আজ কোথা থেকে বেড়িয়ে আসি।

সবুজ রঙের পাখিটি বলল, তাহলে মন্দ হয় না। কিন্তু কোথায় যাব? তার এই কথা শুনে হলুদ রঙের পাখিটি বলল, পাশের গ্রামে সুন্দর একটি জঙ্গল আছে। ওই জঙ্গলে অনেক বড় বড় গাছ আছে। গাছে টক মিষ্টি ফল আর কীট-পতঙ্গে ভরা। ওখানে গেলে খাবারেরও কোনো অভাব হবে না। কালো রঙের পাখিটি বলল, তাই নাকি! তাহলে আর দেরি কেন। চলো এখনই রওয়ানা দেওয়া যাক। তখন সব পাখি একসঙ্গে বলল, তবে তাই হোক। চলো এখনই যাই।

দলবেঁধে ওড়া শুরু করল পাখিরা। নীল আকাশ আর সাদা কালো মেঘ ছুঁয়ে পাখির দল এগিয়ে চলেছে। উড়ছে তো উড়ছেই। পথ আর কিছুতেই যেন শেষ হতে চায় না। হঠাৎ একটি পাখি বলল, ভাই উড়তে উড়তে পা তো অবশ হয়ে গেল। চলো কোথাও বসে একটু জিরিয়ে নিই। এই কথা শুনে হলুদ রঙের পাখিটি বলল, আচ্ছা ঠিক আছে। সামনে একটি পুকুর দেখে আমরা বসবো। brids

এই কথা বলতে না বলতেই সামনের পাখিটি বলল, ওই তো একটি পুকুর দেখা যায়। ওই পুকুরেই আমরা বসতে পারি। একটু সামনে এগুতেই সব পাখি দেখল সত্যিই বড় একটি পুকুর। পুকুরে সাদা সাদা শাপলা ফুল ফুটে আছে।

সবুজ রঙের পাখিটি বলল, আমরা একটি ফুলের উপর একজন করে বসব। তার কথা মতো সব পাখি তাই করল। কিন্তু ফোটা ফুল আর না থাকায় একটি পাখি বসতে পারল না। পাখিটি বসে থাকা পাখিগুলোর চারপাশ দিয়ে উড়তে লাগল।

এমন অবস্থা দেখে হলুদ রঙের পাখিটি বলল, তাহলে আমরা এক কাজ করি। আমরা একটি ফুলের ওপর দুজন করে বসি। অর্থাৎ জোড়ায় জোড়ায় বসি। তাহলে আমরা সবাই একসঙ্গে বসতে পারব। সব পাখি তাই করল। এবার দেখা গেল সব পাখি ফুলের ওপর বসতে পারল। কিন্তু একটি ফুল ফাঁকা থাকল।

বন্ধুরা, এখন মাথা খাটিয়ে বলতে হবে ওই দলে মোট কতটি পাখি ছিল। আর ওই পুকুরে কতোটি শাপলা ফুল ফুটে ছিল।

উত্তর মিলিয়ে নাও : পাখির সংখ্যা ছিল ৪টি। আর ফুটে থাকা ফুলের সংখ্যা ছিল ৩টি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৩
এএ/এসআরএস-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।