ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সংবাদ

শিশুদের জন্য নতুন আইন

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০
শিশুদের জন্য নতুন আইন

‘শিশু আইন-২০১০’ এর খসড়া নীতি অনুমোদন করেছে বাংলাদেশ সরকার। ৩০ ডিসেম্বর মন্ত্রীসভায় অনুষ্ঠিত বৈঠকে এ খসড়া নীতি অনুমোদন করা হয়।

সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।

শিশু আইন-২০১০ এর খসড়া নীতিতে উল্লেখ রয়েছে, নয় বছরের কম বয়সী কোনো শিশুকে বিচার কার্যের জন্য আদালতের সম্মুখীন করা যাবে না। এছাড়াও ১২ বছরের কম বয়সী কোনো শিশুকে গ্রেফতারের সময় হাতকড়া পড়ানো যাবে না বলে খসড়া আইনে উল্লেখ করা হয়েছে।

নতুন আইনে ১৮ বছরের নীচের বয়সীদের ‘শিশু’ বলে গণ্য করা হবে। উল্লেখ্য, আগের আইনে ১৬ বছরের কম বয়সীকে শিশু বলে গণনা করা হতো।

গত সেপ্টেম্বর মাসে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের বৈঠকে এ আইনের খসড়া নীতি চূড়ান্ত হয়। আর তা ডিসেম্বর মাসেই মন্ত্রীসভায় নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

অনুমোদিত এ খসড়া শিশু আইনে শিশুবান্ধব পুলিশ কর্মকর্তা নিয়োগের কথা বলা হয়েছে। এরই মধ্যে সরকারের কাছে আসা পরামর্শের ভিত্তিতে এ খসড়া আইনে ৯৫টি নতুন ধারা যুক্ত হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ০২৩৫, ডিসেম্বর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।