হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও অফিস। ওয়াশিংটন ডিসিতে এর অবস্থান।
জন্মসূত্রে আয়ারল্যান্ডের অধিবাসী জেমস হোবান এর নকশা তৈরি করেন। বিল্ডিংটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ১৭৯২ সালের ১৩ অক্টোবর। নির্মাণ কাজ শেষ হয় ১৮০০ সালে। বিল্ডিংটি মূলত তৈরি করা ধূসর রঙের পাথর দিয়ে। তখন থেকেই এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসেবে ব্যবহার হয়।
১৮১২ সালে সংঘঠিত হয় ইংল্যান্ড-আমেরিকা যুদ্ধ। যুদ্ধ চলাকালে ১৮১৪ সালের ২৪ আগস্ট ব্রিটিশ সেনাবাহিনী হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়।
এর পর বিল্ডিংয়ের ছোট একটি অংশ শুধু অবশিষ্ট ছিল। জেমস হোবানের পরামর্শ মতো আবার এর নির্মাণকাজ শুরু হয়। শেষ হয় ১৮১৭ সালে।
বিল্ডিংটির বিভিন্ন জায়গায় তখন আগুন ও ধোঁয়ার দাগ ঢাকতে এর দেয়ালে সাদা রং দেওয়া হয়। সেই থেকে মূলত একে ‘হোয়াইট হাউস’ বলা শুরু হয়।
তবে এই নামের স্বীকৃতি পেতে অপেক্ষা করতে হয় আরও ৮৫ বছর। ১৯০২ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট থিয়েডোর রুজভেল্ট এই নামের স্বীকৃতি দেন। তখন থেকে বিল্ডিংটির নাম সরকারিভাবে ‘হোয়াইট হাউস’ বলে গৃহীত হয়।
সূত্র: ইন্টারনেট
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
এএ/এমজেডআর