লেগে আছে আগুনের দাগ
কত আর পোড়াবে পোড়াও।
জেগে ছিলো রাতের আঁধার
কালরাতে আখাউড়া জুড়ে।
কারা যেন সবকিছু তচনচ করে
গণহত্যায় মাতে,অন্ধকারে চিকচিক করে
হায়েনার দাঁত।
হায়েনারা প্রবল এখানে
নর্তকী বিছিয়েছে ছত্রছায়ার চাদর।
করিয়াছি পণ
আমি আবার বিলীন হবো মুক্তির গানে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৩