ঢাকা: উফফ! পরীক্ষাতো মনে হয় শেষ হবে না এবার। বিরোধীদল যে অবরোধ আর হরতাল দিচ্ছে তাতে পরীক্ষা পেছাচ্ছে আর পেছাচ্ছে।
বিএনপি আর সরকার শুধু নিজেদের কথাই ভাবেন। সরকার ভাবেন বিএনপির এই আন্দোলনে ক্ষুব্ধ হয়ে বিএনপিকে শায়েস্তা করবে, আর বিএনপি ভাবে, এই আন্দোলনে বাধ্য হয়ে সরকার পদত্যাগ করবে। দুইজনই নিজেদের জায়গায় অনড়। মাঝখান দিয়ে শুধু দেশ ও মানুষের ক্ষতি হচ্ছে।
তারা যদি দেশ ও জনগনের উন্নয়নের কথা ভাবতেন তাহলে আজ দেশের এ অবস্থার হতো না। আমার নানাভাই খুব অসুস্থ। তাকে নিয়ে হাসপাতালে যাওয়া যাচ্ছে না। অবরোধ শুধু বাড়ছেই, নিশ্চিত মনে করা যাচ্ছে না কিছুই।
পরীক্ষার বই নিয়ে বসে থাকতে হচ্ছে সবসময়। অবরোধে নেতাকর্মীদের কিছুই হচ্ছে না। শুধু সাধারণ খেটে খাওয়া মানুষরা নির্মমতার শিকার হচ্ছে। আমিতো টেলিভিশনের খবর দেখা প্রায় ছেড়েই দিয়েছি। টেলিভিশনের পর্দায় খালি আগুন আর পোড়া মুখ। পত্রিকার পাতাতেও তাই। সেজন্য ভয়ে ভয়ে পত্রিকা হাতে তুলে নেই। বাবার কাছ থেকে খবর পাই। কোথায় কি হচ্ছে। বাবাও আমাকে নিয়ে আতংকে থাকে। কতদিন দু’জনের ঘুরতে যাওয়া হচ্ছে না।
আমি না হয় ঘর থেকে বের হচ্ছি না। কিন্তু অনেকের তো বের হতে হচ্ছে। তাদের কেউ কেউতো ফিরছেনও না। ককটেলে কারো চোখ নষ্ট হচ্ছে, কারো মুখ পুড়ে যাচ্ছে। আমি দুই দলকেই বলবো আমাদের পরীক্ষাটা শেষ হতে দাও। আর আমাদের তোমরা ঝলসে দিও না। ভালবাসতে শেখো।
কিন্নরী, ষষ্ঠ শ্রেণি, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ।
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৩