ভোরের শিশির ভেজা খালি পায়ে
শৈশবে হেঁটেছি কত সেই গাঁয়ে
খড়কুটা একসাথে আগুন পোহানো
দু’চারটে শিম, মটরশুঁটি পোড়ানো
ফিরতি পথে খেজুর রসের ভাঁড় কাঁধে
ডাক দিয়ে গাছি চলে বাজারের পথে
দূরে হেঁসেলে ভাঁপা পিঠার ধোঁয়া
ঘন কুয়াশার চাঁদরে ঘেরা
আজ সেই গাঁয়ে হরতাল অবরোধ
দলাদলি আর প্রতিহিংসার ক্রোধ
বাঁশঝাড় খেজুর বাগান বিলীন
পেট্রোলে পেট্রোলে টায়ারে আগুন
ভাঁপা পিঠার ধোঁয়া ঢাকা পড়ে গেছে
ক্ষমতা ভাগাভাগির সমীকরণে
আমার বাংলাদেশে
আমার সোনার বাংলাদেশে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৩
ইচ্ছেঘুড়ি
আমার বাংলাদেশ
নাইম আবদুল্লাহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।