বাড়ন্ত শিশুদের ঘুমের দরকার। হোক সে মানুষ বা কুকুর ছানা।
পরে দেখা গেলো তার ছেলে বাও যখন বৈকালিক ঘুমে বেডে যায় কুকুরছানাটি অমনি লাফিয়ে বেডে ওঠে এবং তার সন্তানের সঙ্গে জড়াজড়ি করে ঘুমাতে পছন্দ করে। মিস জেসিকা সম্প্রতি একটি ব্লগে দারুণ কিছু মুহূর্তের ছবিসহ এসব তথ্য প্রকাশ করেন। ডেইলি মেইল সারা বিশ্বের পাঠকদের জন্য সেটা আবার ছবিসহ তুলে ধরেছে।
বাও যখন তার মায়ের কাছে, মায়ের বুকের উপর উঠে ঘুমাতে শুরু করে তখন কুকুর ছানা দিও সেটাও অনুকরণ করলো। দিওকে ঘরে আনার তৃতীয় দিন থেকে এটা শুরু হলো।
প্রথমদিন এভাবে ঘুমানের পর আমি লক্ষ্য করলাম পরদিন ঠিক একই সময়ে দিও দরজার বাইরে অপেক্ষা করছে। এটা ছিল আমার সবচেয়ে প্রিয় এবং অবাক করা মুহূর্ত। আমর দেখা এটা ছিল সবচেয়ে সুন্দর ও স্বাভাবিক সম্পর্কের দৃশ্য। বলেন জেসিকা।
জেসিকা বলেন, প্রত্যেক দিন ঘুমের সময় দিও এভাবে আসতে থাকে। আমি যখন দিওকে বেডে উঠাই সে বাও ঘুমানোর পর ঘুমিয়ে পড়ে। অধিকাংশ সময় সে বাওয়ের উপর উঠেই ঘুমায়। এবং এভাবে সে প্রায় দুই ঘণ্টা থাকে।
ক্যালিফোর্নিয়ার সান্তাক্রুজের অধিবাসী জেসিকা দিওকে তাদের বাড়িতে নিয়ে আসেন তখন তার বয়স মাত্র সাত সপ্তাহ। জেসিকা কুকুর ছানার রাতের কান্না সহ্য করতে না পেরে এভাবেই রাখার সিদ্ধান্ত নেন।
এভাবেই তারা দুজন ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়ে থাকে। দিও ঘুমানোর জন্য বাওয়ের বোগলের নিচে ভালো একটি জায়গা পেয়েছে। তাই সেখানেই আরামের ঘুম।
দিও সবসময়ই কখন বাও ঘুমাতে যাবে তার জন্য অপেক্ষা করে। এভাবে কুকুরছানা দিওর সঙ্গে মানবশিশুর অসাধারণ বন্ধুত্ব গড়ে ওঠে।
উভয়েরই ঘুমের সিডিউল সবসময়ই ঠিক থাকে। এমন অসাধারণ মুহূর্ত সবার সঙ্গে সবসময়ই শেয়ার করবেন বলে জানিয়েছেন জেসিকা।
বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৩