আজ ৮ জানুয়ারি। ইতিহাসের এদিনে জন্মেছেন, মারা গেছেন অনেক বিখ্যাত মানুষ।
মার্কো পোলো
মার্কো পোলো একজন ধনী ব্যবসায়ী ও বিশ্বখ্যাত পর্যটক ছিলেন। ১২৫৪ সালের ১৫ সেপ্টেম্বর ইতালির রিপাবলিক অব ভেনিসের ভেনিস শহরে তার জন্ম। বাবা ও চাচার কাছ থেকে শিখেছিলেন ব্যবসার কলাকৌশল।
তাদের সঙ্গেই এশিয়ার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। ভ্রমণ শেষে ২৪ বছর পর যখন ভেনিসে ফেরেন, তখন সেখানে চলছে যুদ্ধ।
এরপর পোলোকে কারাগারে পাঠানো হয়। কারাগারের আরেক বন্দির কাছে তিনি বলেন তার ভ্রমণের গল্প। ‘লিভরেস দেজ মারভেলিস ডু মনডে’ নামক একটি বইয়ে রয়েছে মার্কো পোলোর এশিয়া ও চীন ভ্রমণের কাহিনী।
বইটি ইউরোপিয়ানদের চীন ও এশিয়া সম্পর্কে জানতে সহযোগিতা করেছিল। বইটি পড়ে পরবর্তীতে অনেক পর্যটক চীন ও এশিয়া ভ্রমণে আগ্রহী হন। ১৩২৪ সালের ৮ জানুয়ারি মার্কো পোলো মারা যান।
স্টিফেন হকিং
ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ স্টিফেন হকিং আমাদের সবার পরিচিত ব্যক্তিত্ব। ১৯৪২ সালের ৮ জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে তার জন্ম।
ছোটবেলায় লেখাপড়ায় ভালো ছিলেন বটে, কিন্তু অনেক বেশি ভালো না। আগ্রহ ছিল গণিত বিষয়ে, বড় হয়ে ভর্তি হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
সেখানে গণিত পড়ানো হতো না বলে পদার্থবিজ্ঞান নিয়ে পড়তে শুরু করেন। হকিংয়ের গবেষণার ক্ষেত্র মূলত কসমোলজি ও কোয়ান্টাম মধ্যাকর্ষ।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক হকিং ২০০৯ সালের ১ অক্টোবর অবসর নেন। অ্যামায়োত্রাফিক ল্যাটারাল স্কেরোসিস- এ আক্রান্ত স্টিফেন হকিং শারীরিকভাবে অচল।
তবুও তিনি হাল ছেড়ে না দিয়ে চেষ্টা ও পরিশ্রমে কর্মক্ষেত্রে সফল হয়েছেন। একই সঙ্গে পৃথিবীর মানুষের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণার অবতার।
গ্যালিলিও গ্যালিলাই
গ্যালিলিও একজন জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, গণিতজ্ঞ ও দার্শনিক ছিলেন। ১৫৬৪ সালের ১৫ ফেব্রুয়ারি ইতালির পিসায় তার জন্ম।
সাধারণ শিক্ষা শেষ করে পিসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও আর্থিক অসচ্ছলতার কারণে তা শেষ করতে পারেন নি গ্যালিলিও।
পরবর্তীতে তিনি পিসা বিশ্ববিদ্যালয় ও পাদুয়া বিশবিদ্যালয়ে অধ্যাপনা করেন।
গ্যালিলিওকে আধুনিক জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান এমনকী আধুনিক বিজ্ঞানেরও জনক বলা হয়।
বিজ্ঞানের অগ্রগতিতে গ্যালিলিওর উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে উন্নত দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার, বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার, শনির বলয় আবিষ্কার ইত্যাদি। ১৬৪২ সালের ৮ জানুয়ারি তিনি ইতালির আরসেস্ট্রিতে মারা যান।
জোসেফ ওয়েজেনবাম
জোসেফ ওয়েজেনবাম একজন জার্মান-আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ছিলেন।
১৯২৩ সালের ৮ জানুয়ারি জার্মানির বার্লিনে জন্মগ্রহণ করেন জোসেফ। কম্পিউটার প্রোগ্রামিংয়ের উন্নতিতে তিনি অবদান রেখেছেন
তার নামে নামকরণ হয়েছে ওয়েজেনবাম অ্যাওয়ার্ড-এর। ২০০৮ সালের ৫ মার্চ তিনি মারা যান।
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর