শীতের প্রকোপে যে শিশুটি
পথের ধারে কাঁপে,
একটু কি উষ্ণতা পায়
শুধু কথার তাপে।
জন্মের পর মা করলো অনাথ
ছেড়ে গেলো বাপে,
মরছে ক্ষুধায়, কোথায় পাবে
জামাটা তার মাপে।
কোনো, তারা পথের শিশু
কার যে অভিশাপে,
কোনো, অন্ন-বস্ত্র ছাড়া
এমন কিসের চাপে।
বদল হচ্ছে আসন-শাসন
বাড়ছে সম্পদ লাফে
তারা পড়ে না উন্নয়নের
কোনো রূপ ধাপে।
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪