ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শীতের সকাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪
শীতের সকাল

শীত এলো, সাথে এলো খেজুর রসের গন্ধ,
শুরু হলো শীতের ছুটি, স্কুলটা তাই বন্ধ।
চায় না মন আসব উঠে কম্বলটা ছেড়ে,
কিন্তু ডাকছে ভাপা পিঠা আমায় দু’হাত নেড়ে।


 
ঘুম ভেঙে উঠে দেখি ওমা একী কাণ্ড!
রসের পায়েস, পিঠেপুলি, খেজুর রসের ভাণ্ড।
আগুন তাপে শীতল শরীর একটু হলে গরম,
শিশির ভেজা ঘাস ছুঁয়ে দেয় আদর আমায় পরম।

কুয়াশার ওই ভারি চাদর আস্তে গেল সরে,
সুর্য্যিমামা উঁকি দিল মেঘের পিঠে চড়ে।
ডালিয়া আর গাঁদা ফুল উঠল সবাই ফুটে,
শীতের বেলা আলতো ছুঁয়ে স্নিগ্ধতা যায় ছুটে।  

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gamil.com

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।