শীত এলো, সাথে এলো খেজুর রসের গন্ধ,
শুরু হলো শীতের ছুটি, স্কুলটা তাই বন্ধ।
চায় না মন আসব উঠে কম্বলটা ছেড়ে,
কিন্তু ডাকছে ভাপা পিঠা আমায় দু’হাত নেড়ে।
ঘুম ভেঙে উঠে দেখি ওমা একী কাণ্ড!
রসের পায়েস, পিঠেপুলি, খেজুর রসের ভাণ্ড।
আগুন তাপে শীতল শরীর একটু হলে গরম,
শিশির ভেজা ঘাস ছুঁয়ে দেয় আদর আমায় পরম।
কুয়াশার ওই ভারি চাদর আস্তে গেল সরে,
সুর্য্যিমামা উঁকি দিল মেঘের পিঠে চড়ে।
ডালিয়া আর গাঁদা ফুল উঠল সবাই ফুটে,
শীতের বেলা আলতো ছুঁয়ে স্নিগ্ধতা যায় ছুটে।
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gamil.com
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪