ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেলায় ইমরুল ইউসুফের ‘এক কিশোর মুক্তিযোদ্ধার গল্প’

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
মেলায় ইমরুল ইউসুফের ‘এক কিশোর মুক্তিযোদ্ধার গল্প’

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের মুক্তিযুদ্ধবিষয়ক গল্পের বই ‘এক কিশোর মুক্তিযোদ্ধার গল্প’।

শিশু-কিশোর উপযোগী এই বইটির গল্প এগিয়েছে সাহসী একজন কিশোর মুক্তিযোদ্ধাকে ঘিরে।

গ্রামের খুব সাধারণ একটি খাওয়ার হোটেলের টি-বয় আলীম পাকিস্তানি আর্র্মি ক্যাম্পে কীভাবে কাজ করার সুযোগ পেয়েছিল, ক্যাম্পে কাজ করার পাশাপাশি গুপ্তচর হিসেবে কাজ করে সে কীভাবে পাক আর্মিদের তথ্য মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিত এবং তার সহযোগিতায় মুক্তিযোদ্ধারা একটি আর্মি ক্যাম্প কীভাবে উড়িয়ে দিয়েছিল সেই গল্প ফুটে উঠেছে বইটিতে।

গল্পটি প্রথম প্রকাশিত হয় ইচ্ছেঘুড়ির পাতায়। এবার রূপ পেলো বই আকারে। বইটি একুশে বইমেলায় এসেছে মেলার প্রথম দিন।

বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণের শিশু কর্নারে ছোটোদের বই প্রকাশনীর স্টলে ও সোহরাওয়ার্দী উদ্যানের সিঁড়ি প্রকাশনীর স্টলে। বইটির মূল্য ৬০ টাকা।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।