চট্টগ্রাম: পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে প্রয়োজন বিনোদন। স্কুলের একচিলতে মাছ ছাড়া খেলাধূলার স্থান এখন নেই বললেই চলে।
এসব বিষয় মাথায় রেখে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় শতাব্দী প্রাচীন ফতেনগরে গড়ে উঠে একটি মনোরম শিশু বিনোদন কেন্দ্র। ফতেনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য জিয়াউদ্দিন আদিলের অনুদানে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি চিত্ত-বিনোদনের জন্য নির্মিত এ ‘শিশু বিনোদন কেন্দ্র’ উদ্বোধন করেন বিশ্ব ব্যাংকের ফিইন্যান্সিয়াল স্পেশিয়ালিস্ট বেগম সুরাইয়া জান্নাত (এফসিএ)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামসুদ্দিন টিপু, টপ অফ মাইন্ডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার সালমা আদিল, বিশিষ্ট ব্যাংকার ওমর ফারুক, শরফুদ্দিন আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহেলা আক্তার, সিনিয়র শিক্ষিকা গৌরী দত্ত, শরীফুন্নেসা নজিরউদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজউদ্দিন আহমেদ, মো. শাহজাহান খালেদ, শিমুল বড়ুয়া, মাওলানা আব্দুর রহমানসহ বিদ্যালয়ের কর্তৃপক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের দাতা সদস্য জিয়াউদ্দিন আদিল বলেন, শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ অত্র এলাকায় এই প্রথম। শিশু বিনোদন কেন্দ্র শিশুদের সঙ্গে শিক্ষার বন্ধন আরও দৃঢ় করবে।
উদ্বোধনকালে সুরাইয়া জান্নাত বলেন, শিক্ষার্থীদের উন্নত শিক্ষার লক্ষ্যে বিদ্যালয়ের কর্তৃপক্ষ বরাবরই ভিন্ন কিছু করার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছে। আমার বিশ্বাস শিশুদের জন্য এই উদ্যোগ তাদের অনন্য মনোবিকাশে সহায়তা করবে। আমি এই উদ্যোগের অংশ হিসেবে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
এভাবে যদি সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বিশিষ্ট ব্যক্তিরা প্রত্যেকে তাদের নিজ এলাকা অথবা স্থানীয় বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যায় তাহলে শিক্ষার প্রতি আকর্ষণ ও আগ্রহ গ্রামীণ জনপদে উত্তরোত্তর বাড়বে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৪