ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বই মেলার প্রথম শিশুপ্রহর শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৪
বই মেলার প্রথম শিশুপ্রহর শনিবার

মেলা প্রাঙ্গণ থেকে: শনিবার অমর একুশে গ্রন্থমেলায় প্রথম শিশু প্রহর ঘোষণা করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। বইমেলার তথ্যকেন্দ্র থেকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।



তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর। এ সময় মেলা শুধু শিশু ও তাদের অভিভাকদের জন্য উন্মুক্ত থাকবে।

তথ্যকেন্দ্র থেকে আরও জানানো হয়, শিশুপ্রহর উপলক্ষে মেলার বিক্রেতা-প্রকাশকদের সকাল ১০টায় স্টল খুলতে বলা হয়েছে। এছাড়া শিশুদের জন্য রাখতে বলা হয়েছে বিশেষ আয়োজন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।