১৯৫২ সালে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরই একজন শফিউর রহমান।
শফিউরের জন্ম ১৯১৮ সালের ২৪ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায়।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের পরদিন ২২ ফেব্রুয়ারি শফিউর রহমান সাইকেলে চড়ে অফিসের উদ্দেশে রওনা দেন। নবাবপুর রোডে ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকারীদের উপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে মিছিল করে ছাত্র-জনতা। সেসময় পুলিশ তাদের দিকে আবার গুলি নিক্ষেপ করে।
তখনই একটি গুলি এসে লাগে শফিউরের গায়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অস্ত্রোপচার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয় নি। সেদিনই সন্ধ্যায় মৃত্যু হয় শফিউরের।
শফিউর রহমানের মৃতদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
ভাষা শহীদ শফিউর রহমান আমাদের গর্ব। বাঙালি সবসময় শ্রদ্ধাভরে তাকে স্মরণ করবে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪