বইমেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলায় অভিভাবকদের সঙ্গে এসে শিশুরা যেন নির্বিঘ্নে বই কিনতে পারে সেটা বিবেচনা করে প্রতি শনিবার শিশু প্রহর রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।
শুক্রবার দুপুর ১২টায় বাংলানিউজকে এ তথ্য জানায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
মাসব্যাপী গ্রন্থমেলায় দ্বিতীয় শিশু প্রহরে মেলা শুরু হবে সকাল ১০টায়। শেষ হবে যথারীতি রাত সাড়ে আটটায়।
সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত শিশু প্রহরে অন্য প্রকাশনীর পাশাপাশি বাংলা একডেমি থেকে প্রকাশিত গ্রন্থ শিশুদের জন্য নির্ধারিত চত্বরে আলাদা করে রাখা হবে।
গ্রন্থমেলার মেলার শেষভাগে আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার যথারীতি সকাল ১০টা থেকে দুপুর তিনটা পর্যন্ত শিশুপ্রহরে বিশেষ সুবিধা দেওয়া হবে শিশুদের।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪