ঢাকা: পুঁচকে তুমি বাবার সঙ্গে গিয়েছিলে ট্রেন দেখতে। বাড়ি থেকে দহৃরের একটা স্টেশনে।
বসে আছ আনমনে। ট্রেন আসছিলো না অনেক্ষণ। অপেক্ষার ঘোরও কাটছে না তোমার। ক্লান্তি কাটাতে বাবা চা তুলে দিয়েছিলেন মুখে। বাঁধলো উল্টো বিপত্তি। চা খেতে গিয়ে গরম কাপে ফুঁ দিতে ভুলে গিয়েছিলে তুমি। আর অমনি তোমার এইটুকুন আদুরে জিহ্বা পুড়িয়ে দিয়েছিলো বজ্জাত চা! আহারে, এরপর জিহ্বা নিয়ে কতো কষ্টেই না পড়েছিলে। কিন্তু একটুপর যেই ঘটাংঘট শব্দে শুনলে, চোখ বড় করে তাকালে। দেখলে, ধোঁয়া ওড়ানো ট্রেনের ছুটে আসা। অমনি ভুলে গেলে মুখ পোড়া কষ্টের কথা।
জানো, এখন ভর দুপুর। চারদিকে মেঘভাঙা ঝাঁ ঝাঁ রোদ্দুর। এই রোদে হাঁটছি। একটুও কষ্ট হচ্ছে না। রোদ লাগছে না গায়ে। কেন, জানো? আমার মাথার ওপর অসংখ্য ডানা। পাখির না, গল্পের...
এমন গল্পকাহিনী নিয়ে মেলায় এসেছে আশিক মুস্তাফার কিশোর উপন্যাস ‘ছোট্ট একটা মা’।
বইটি প্রকাশ করেছে বাংলা প্রকাশ প্রকাশনী। স্টল নম্বর ১৮৬-১৮৮। বইটির দাম রাখা হয়েছে ১২৫ টাকা।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।