ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মীম নোশিন নাওয়াল খান-এর ছড়া

মাতৃভাষার চেতনা

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪
মাতৃভাষার চেতনা

হাসছে খুকি, হাসছে খোকা
গাইছে কত বাংলা গান,
এই গানেতে লুকিয়ে আছে
ভাইয়ের আমার আত্মদান।

ফেব্রুয়ারির একুশ তারিখ
বাহান্ন তার সাল,
মায়ের ভাষার জন্য খুনে
রাজপথ হয় লাল।



সালাম-বরকত- শফিক-রফিক
জব্বার দিল প্রাণ,
স্মরণ করায় বারবার তা
বাংলা ভাষার গান।


ভালো থেকো বাংলা তুমি
আমরা আছি, মা-
অপমান এই মাতৃভাষার
কোনোদিন হবে না।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।