ঢাকা: শখের ঘুড়ি একটি শিশুতোষ ছড়ার বই। বইটি লিখেছেন শিশু সাহিত্যিক শাহজাহান মোহাম্মদ।
ছড়াগুলো হলো- আমার বাবা, মা গো আমার মা, রঙের মেলা, বাংলাভাষা, শীতের সকাল, মহৎ গুণ, শখের ঘুড়ি, টুপটাপ, শরৎ রানী, মুক্তিযুদ্ধ, ঈদ, ঠাকুর বাড়ির প্রদীপ, শীতে অসহায়, আগমন, রবির হাসি, নানার বাড়ি, স্মৃতি গাঁথা, ভূতের বাড়ি, শুধুই ফ্রেমে ছবি ও খেঁকশিয়ালের বিয়ে। সহজ-সরল ভাষায় ছন্দমিলিয়ে গাঁথা ছড়াগুলো।
বইটি উন্নতমানের কাগজে চার রঙে ছাপা। বিমানেশ চন্দ্র বিশ্বাসের আঁকা প্রচ্ছদ ও অলংকরণ খুবই সুন্দর। এটি প্রকাশিত হয়েছে ঢাকা খিলগাঁও-এর লোকাল প্রেস থেকে। বইটির মূল্য ১০০ টাকা।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪