ঢাকা: এম নুরুল কাদের ফাউন্ডেশন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। এ উপলক্ষে ছবি আহ্বান করেছে সংগঠনটি।
ছবি পাঠাতে হবে আগামী ২৫ মার্চের মধ্যে।
ছবির বিষয় হচ্ছে, অংকুর শাখা (তৃতীয় শ্রেণি পর্যন্ত) বিষয়- উন্মুক্ত। কুঁড়ি শাখা (চতুর্থ-পঞ্চম শ্রেণি) বিষয়- মুক্তিযুদ্ধ। পল্লব শাখা (ষষ্ঠ-সপ্তম শ্রেণি) বিষয়- বাংলার ঋতু।
আগ্রহীরা যে কোনো আকারের ছবি পাঠাতে পারবে বলেও জানিয়েছে আয়োজকরা।
ছবির পেছনে অবশ্যই- প্রতিযোগীর নাম, বাবা/মায়ের নাম, শ্রেণি, স্কুলের নাম, ডাক যোগাযোগের ঠিকানা, মোবাইল/ফোন নম্বর ও অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে।
আয়োজকরা জানান, ২ মে বিকেলে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার বিতরণকালে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
ছবি পাঠাতে হবে: মোস্তফা হোসেইন/এম নুরুল কাদের ফাউন্ডেশন, আউয়াল সেন্টার (অষ্টম তলা), ৩৪ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪