প্রাণী পুষতে ভালো লাগে তোমার? যদি লাগে তাহলে পোকেমন কার্টুন আর গেইম কিন্তু তোমার জন্যই। পোকেমন নিশ্চয়ই সবার পরিচিত? যদি নাও হয়ে থাকে, তাহলে আজকে চলো পরিচিত হই পোকেমনের সঙ্গে।
১৯৯৬ সালে সাতোশি তাজিরি পোকেমন তৈরি করেন। জাপানি ভিডিও গেইম নির্মাতা নিন্টেন্ডো কোম্পানির একটি মিডিয়া ফ্রাঞ্চাইজ পোকেমন। আর তৈরির পর থেকে এখন পর্যন্ত এটি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে সফল ভিডিও গেইম ভিত্তিক মিডিয়া ফ্র্যাঞ্চাইজ।
বর্তমানে বিশ্বজুড়ে শিশু-কিশোরদের কাছে পোকেমন খুব জনপ্রিয়। পোকেমনকে এখন উপস্থাপনও করা হচ্ছে বিভিন্ন রূপে, কার্টুন এবং ভিডিও গেইমসের পাশাপাশি রয়েছে কার্ড গেইমও। শুধু তাই নয়, পোকেমন ভক্তদের জন্য পোকেমনের ব্যাগ, পেন্সিল বক্স, ঘড়ি, ক্যাপ, টি-শার্ট, খেলনা ইত্যাদি তৈরি হয়েছে।
এবার আসি পোকেমন রাজ্যের কথায়। পোকেমন অর্থ কী জানো? পকেট মন্সটার, মানে পকেটে যে দানব রাখা হয়, তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে পোকেমন। পোকেমন গেইম ও কার্টুনে মূল চরিত্র এবং তার সঙ্গী-সাথীদের দেখা যায় পোকেবল নামক বিশেষ বলের ভেতরে পোকেমন ঢুকিয়ে রাখতে। সেই বলগুলো তারা সবসময়ই সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়। সেজন্যই প্রাণীগুলোর নাম হয়েছে পোকেমন।
পোকেমন গেইমে তোমাকে খেলতে হবে একজন পোকেমন প্রশিক্ষক হিসেবে। তার চারপাশের পরিবেশে বিভিন্ন ধরনের পোকেমন থাকবে, যেমন- পানি, ঘাস, পাথর, আগুন ইত্যাদি। ধরন অনুযায়ী এসব পোকেমনের নানা রকম ক্ষমতা থাকে। এই পোকেমনগুলো থেকে নিজের পছন্দমতো পোকেমন ধরতে পারবে তুমি। তবে তার জন্য কৌশল এবং শক্তি দরকার। ওইসব পোকেমনগুলোকে যুদ্ধে হারিয়ে তবেই তাদের পোকেবলে বন্দি করতে হবে। শুধু তাই নয়, এরপর এসব পোকেমনকে প্রশিক্ষণ দিতে হবে। তাদের নিয়ে নানারকম প্রতিযোগিতায়ও অংশ নিতে হবে, হারাতে হবে দুষ্টু লোকদের। এসব করতে গিয়েই অনেক জায়গায় যেতে হবে, মুখোমুখি হতে নানা পরিস্থিতির। আর এভাবেই বন্ধুত্ব গড়ে উঠবে পোকেমনের সঙ্গে। পোকেমন অসুস্থ হয়ে পড়লে ছুটতে হবে হাসপাতালে। সব মিলিয়ে দারুণ অ্যাডভেঞ্চারাস গেইম পোকেমন।
পোকেমন কার্টুনও এমনই। তবে সেখানে তোমাকে খেলতে হবে না। বরং তুমি মাথা থেকে পোকেমন ধরা, প্রশিক্ষণ দেওয়া-এসব চিন্তা ঝেড়ে ফেলে আনন্দ নিয়ে বসে দেখতে পারো অ্যাশ আর তার বন্ধুদের মজার সব অ্যাডভেঞ্চার।
বলে রাখি, পোকেমন কার্টুনে মূল চরিত্র অ্যাশ, তার সঙ্গে থাকে তার বন্ধুরা। বন্ধুদের মধ্যে রয়েছে রক, মিস্টি, ডনসহ অনেকে। তবে সবসময় অ্যাশের সঙ্গে থাকে রক। আর কোনো কোনো সিরিজে তাদের সঙ্গী হয় মিস্টি, কখনো বা ডন কিংবা অন্য কেউ।
গেইম হোক বা কার্টুন, পোকেমনের দুনিয়াটা কিন্তু খুব মজার। তুমি যদি সেখানে যেতে চাও, তাহলে এক্ষুণি দেখতে অথবা খেলতে শুরু করে দাও পোকেমন।
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪