ভূত ভূত খুঁত খুঁত
চোখ দুটো কুতকুত
ভূত থাকে বনে
ছায়া ছায়া কায়া কায়া
আন্ধারে গান গায়া
ভূত থাকে মনে।
ন্যাড়া মাথা ট্যারা চোখ
গরু খাসি ভ্যারা হোক
খাওয়া জম্পেশ
তাজা মাছ ভাজা খায়
গপাগপ যা যা পায়
নিমিষেই শেষ।
লোমে ভরা সারা গা
দূরে ওই পাড়া গাঁ
একা একা ঘোরে
ভূত দেখে বাবারে
একদিন সাভারে
ফিট হয় চোরে।
।