ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

স্মরণ

টম অ্যান্ড জেরির রূপকার উইলিয়াম হানা

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
টম অ্যান্ড জেরির রূপকার উইলিয়াম হানা

জেরি টেবিল থেকে খাবার চুরি করে খাচ্ছে মনের আনন্দে। ওকে ধরার জন্য ছুটতে শুরু করল টম।

আর জেরি কী করল? জেরি টমের দিকে পাকা টমেটোর রস ছুড়ে দিল। ব্যস! টম জব্দ হয়ে গেল।

টম আর জেরির এমন দুষ্টুমি দেখতে নিশ্চয়ই তুমি খুব ভালোবাসো? শুধু তুমি নও, টম আর জেরির খুনসুঁটি দেখতে বড়রাও খুব পছন্দ করে।

এই টম আর জেরিকে যে দুজন মানুষ মিলে তৈরি করেছেন, তাদের একজন উইলিয়াম হানা। তার পুরো নাম উইলিয়াম ডেনবি হানা। ১৯১০ সালের ১৪ জুলাই নিউ মেক্সিকোতে জন্ম হানার। ১৯১৯ সালে তার পরিবার ক্যালিফোর্নিয়ার কম্পটনে চলে আসে।



এখানেই কম্পটন হাইস্কুলে পড়াশোনা করেন উইলিয়াম হানা। এরপর কম্পটন কলেজে ভর্তি হলেও সেখানে পড়া শেষ করতে পারেন নি।

কলেজ ছেড়ে দেওয়ার পর হানা একজন কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারের কাজ নেন এবং হলিউডের প্যান্টেজেস থিয়েটারের নির্মাণকাজে সহায়তা করেন।



এরপর সে কাজ হারানোর পর তিনি কার ওয়াশে কাজ নেন। তিনি বোনের বন্ধুর পরামর্শে প্যাসিফিক টাইটেল অ্যান্ড আর্টে যোগদান করেন। ১৯৩০ সালে তিনি হারম্যান অ্যান্ড আইসিং অ্যানিমেশন স্টুডিওতে যোগ দেন। সেসময় থেকেই কার্টুন তৈরিতে দক্ষ হয়ে ওঠেন হানা। পরবর্তীতে মেট্রো গোল্ডউইন ম্যায়ের- এ যোগ দেওয়ার পর তার সঙ্গে পরিচয় হয় জোসেফ বারবারার। তারা দুজন মিলে তৈরি করেন হানা-বারবারা প্রোডাকশন্স। এটি হয়ে ওঠে টিভি কার্টুন ও অ্যানিমেশন ক্ষেত্রে সবচেয়ে সফল প্রতিষ্ঠান। এখান থেকেই তৈরি হয়েছে স্কুবি-ডু, দ্যা স্মার্ফস, দ্যা ফ্লিনস্টোনসসহ জনপ্রিয় বিভিন্ন কার্টুন।



টম অ্যান্ড জেরির মাধ্যমে সবচেয়ে বেশি সফলতা লাভ করেছেন হানা ও বারবারা। ১৯৪০ সালে ‘পুস গেটস বুটস’-এর সফলতার পর তারা টম অ্যান্ড জেরি নির্মাণের চিন্তা করেন। পরবর্তীতে টম অ্যান্ড জেরি ১৪ বার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর জন্য মনোনয়ন পায়। এর মধ্যে ৭ বার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস পায়।

২০০১ সালের ২২ মার্চ থ্রোট ক্যান্সারে ভুগে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের উত্তর হলিউডে মারা যান উইলিয়াম হানা।

উইলিয়াম হানার প্রতি ইচ্ছেঘুড়ির পক্ষ থেকে রইল শ্রদ্ধা।   

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।