ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেঘ ও ঘুড়ি

নাজিয়া জাহান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৪
মেঘ ও ঘুড়ি

মেঘভাঙা রোদ আকাশে ওই
খেলছে লুকোচুরি,
রোদের সাথে পাল্লা দিলো
হাজার রঙের ঘুড়ি।

ঘুড়ির সাজে আকাশটাতে
রঙের ছড়াছড়ি,
তাদের দেখে সঙ্গী হলো
মেঘের ওড়াওড়ি।



হাট থেকে আজ সাদা তুলো
নিয়ে মেঘের দল,
উড়ে যেতেই দেখে হঠাৎ
অনেক রঙের ঢল।

আসমানী ঐ মেঘ রোদ্দুর
মনটা হলো ভার
ছোট্ট ঘুড়ি আকাশ ছুঁয়ে
ভাঙলো অহংকার।

টুকরো টুকরো রঙের পাতায়
রোদের কিরণ লেগে
অভিমানী এক জোড়া চোখ
নীল স্বপ্নে জেগে।
সাদা ঘুড়ির মাঝে দেখে
অপার স্নেহ মায়া,
ধুলোয় মিশলো ব্যর্থতারই
কালো সকল ছায়া।

বাংলাদেশ সময়: ১৭৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।