চারিদিকে হাসে যদি
নানান রকম ফুল-
বসন্তকে চিনে নিতে
কোরো নাকো ভুল।
হরহামেশাই শুনতে পাবে
কোকিল গাছের ডালে,
বাজায় যেন মধুর বাঁশি
কুহু কুহু তালে।
যে গাছেতে ক'দিন আগে
ছিল না হায় পাতা,
তাদের এখন সবুজ মাথা
সবুজ যেন ছাতা।
মাঠের পরে মাঠ ছেয়ে যায়
কাচা সবুজ ধান-
খুশির জোয়ার মনের কূলে
আহ্লাদে আটখান।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৪