যা লাগবে তোমার
চ্যাপ্টা কাঠি (আইসক্রিমের কাঠি হলেই চলবে), রং, তুলি, বোতাম, পুঁথি, প্লাস্টিকের চোখ, ক্র্যাফট ফোম।
যেভাবে করবে
# প্রথমেই কাঠিটাকে রং করে নাও।
# এবার প্রাণীটির গায়ে কোনো নকশা থাকলে তাও এঁকে ফেলো। যেমন জেব্রার গায়ে কালো ডোরা আছে।
# গরু বানালে নাক বানানোর জন্য বোতাম ব্যবহার করো। অন্য কিছু হলে নাক এঁকে নাও অথবা পুঁথিও ব্যবহার করতে পারো।
# আঠা দিয়ে প্লাস্টিকের চোখ লাগিয়ে দাও।
# মাথার উপরে কান অথবা ঝুঁটি তৈরি করতে (প্রাণী অনুযায়ী) ক্র্যাফট ফোম কেটে আঠা দিয়ে লাগিয়ে নাও। যদি তোমার প্রাণীটির কেশর বা চুল থাকে, তবে উল কেটে আঠা দিয়ে লাগিয়ে তা বানিয়ে নাও।
ব্যস! তোমার কাঠির প্রাণিগুলো এবার তৈরি। এখন তুমি ওদেরকে নিয়ে খেলতে শুরু করতে পারো।
তথ্যসূত্র: ইন্টারনেট
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৪