ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আজ একটা পাখির ছবি আঁকো

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৪
আজ একটা পাখির ছবি আঁকো

তুমি কি পাখি ভালোবাসো? তাহলে বরং আজকে একটা পাখির ছবি এঁকে ফেলো। পাখিটা যেকোনো পাখি হতে পারে, যেকোনো রঙের হতে পারে।

কেন আঁকতে বলছি জানো? কারণ আজকে ‘একটা পাখির ছবি আঁকো দিবস। ’

বিভিন্ন দেশে ছাড়া ছাড়া ভাবে প্রতি বছর ৮ এপ্রিল পালন করা হয় ‘একটা পাখির ছবি আঁকো দিবস। ’ বেশ মজার একটা দিন, তাই না? এই দিবসটার উৎপত্তি কবে কোথায় তা সঠিক জানা সম্ভব হয় নি। বাংলাদেশের এই দিনটির প্রচলনও নেই। নাহলেই বা কী? তুমিই না হয় প্রথম এই দিবসটা পালন করতে শুরু করো। এরপর দেখবে তোমাকে দেখে তোমার বন্ধুরাও একটা পাখির ছবি এঁকে ‘একটা পাখির ছবি আঁকো দিবস’ পালন করে ফেলবে।

তুমি বরং তোমার বন্ধুদের জানিয়ে ফেলো আজকের এই মজার দিবসটার কথা। তারপর সবাই মিলে একটা করে পাখি এঁকে ফেলো। পাখি আঁকতে পারো তো? বাসায় যদি পোষা পাখি থাকে, তাহলে ওর ছবিটাই এঁকে ফেলো। তা না হলে তোমার পছন্দের যেকোনো পাখি আঁকো। পাখিটা যে সত্যি হতে হবে তাও নয়, সেটা তোমার কল্পনার কোনো পাখিও হতে পারে।

আর কথা না বাড়াই। তুমি আর দেরি কোরো না। এখনি রং-পেন্সিল নিয়ে বসে যাও একটা পাখি আঁকতে। মজা করে উদযাপন করো ‘একটা পাখির ছবি আঁকো দিবস। ’

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।